যেকোনো কাজে উদ্যোগ নেওয়া ও উদ্যোক্তা হওয়ার মাঝে অনেক কিছুই অর্জন করার
আছে , এখানে আপনি শিখবেন মানুষ আপনাকে কত ভাবে ঠকাতে পারে ! আপনি শিখবেন
আপনার অধিনস্তরা কীভাবে আপনাকে ফাকি দিচ্চে। প্রতিনিয়ত আপনাকে টিকে থাকার
জন্য নতুন নতুন পলিছি গ্রহন করতে হবে এবং সে অনুসারে সামনে এগিয়ে জেতে হবে ।
আপনার সামনে মাঝে মাঝে অপার সম্ভাবনা আবার অনেক হতাশা দেখা দিবে আপনাকে তা
বুদ্ধি ও বাস্তবটার নিরিখে বিচার করে সিধান্ত নিতে হবে । একটি কর্ম
ক্ষেত্র তৈরি করতে পারাতে অনেক আত্মতুষ্টি ও আনন্দ আছে তা যে পরিসরেই হোক
না কেন ? আপনি হয়ত প্রথমে অনেক বড় কিছু করতে না পারলেন সেটা ছোট হলে হলে
আপনাকে যে অভিজ্ঞতা দিবে তা পরবর্তীতে অনেক কাজে লাগবে। আপনার কাজের
স্বাধীনতা থাকবে এখানে সাথে ইচ্ছার ও । আপনি এইখানে নেতৃত্ব দিবেন যা আপনার
অনেক গুলি গুণের মাঝে ঠাই করে নিবে । আমি মনে করি আপনি যে অবস্থায় জেখানেই
থাকেন না কেন আপনার ও উচিত একজন উদ্যোক্তা হওয়া । এক্ষেত্রে আপনার মূলধন
থাকলে ভাল কথা না থাকলেও হতাশার কিছু নেই আপনার পাশে দারানর জন্য অনেকেই
আছেন সেক্ষেত্রে আপনার কর্ম , আপনার উদ্দেশ্য , আপনার বেক্তিত্ত সব কিছুরই
স্বচ্ছতা ও গ্রহন যোগ্যতা থাকতে হবে । উদ্দেশ্য হতে হবে সৎ এসকল বিষয় গুলি
আপনার মাঝে থাকলে কোন প্রতিবন্ধকতাই আপনাকে রোধ করতে পারবেনা। আজ এ
পর্যন্তই ভাল থাকবেন সবাই । আল্লাহ্ হাফেয
No comments:
Post a Comment